‘পুরো চোখের গর্ত থেকে তুলে নেওয়া হয়েছে’, প্রীতমের চোখ চুরি নিয়ে রহস্য!
Barasat Eye Stolen: মৃতের মা বলেন, "একটা চোখ ছিল না। ওই চোখটা কোথায় গেল? ইঁদুরে খেয়েছে, এটা হতেই পারে না। অপারেশন করে চোখ বের করে নেওয়া হয়েছে। ইঁদুর চোখ নিয়ে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। পুরো চোখের গর্ত থেকে তুলে নেওয়া হয়েছে।"
হাসপাতাল থেকে চোখ চুরি নিয়ে তোলপাড় বারাসত। সদ্য বাবা হয়েছিলেন প্রীতম ঘোষ। অভিযোগ, হাসপাতাল থেকে তাঁর মৃতদেহের চোখ চুরি করে নেওয়া হয়েছে। হাসপাতালে নেই পরিকাঠামো, দেহ মেঝেতে ফেলে রাখা হয়। বরফ চাপা দিয়ে রাখা হয় মৃতদেহ। কার্যত বেওয়ারিশ লাশের স্তূপ হয়ে রয়েছে মর্গ। তবে মর্গে তো ইঁদুর নেই, তাহলে কীভাবে উধাও হয়ে গেল মৃতদেহের চোখ? মৃতের মা বলেন, “একটা চোখ ছিল না। ওই চোখটা কোথায় গেল? ইঁদুরে খেয়েছে, এটা হতেই পারে না। অপারেশন করে চোখ বের করে নেওয়া হয়েছে। ইঁদুর চোখ নিয়ে যাওয়ার কোনও প্রশ্নই আসে না। পুরো চোখের গর্ত থেকে তুলে নেওয়া হয়েছে। ইঁদুরে নিয়ে যাওয়ার কোনও ছাপ নেই।”
Latest Videos
