ATM-এ এই কাজ করলেই কি প্রতারণা আটকানো যায়?
ATM: এটিএম থেকে টাকা তোলার পর দুইবার যদি ক্যানসেল বাটনে চাপ দেওয়া হয়, তাহলে লেনদেনের যাবতীয় ইতিহাস মুছে যায়। এতে প্রতারকরা তথ্য চুরি করতে পারে না এবং টাকা হাতিয়ে নিতে পারে না। অনেকের আবার দাবি, এটিএমে নিজের কার্ড ঢোকানোর আগে দুইবার ক্যানসেল বাটনে চাপ দিলে স্ক্যামাররা পিন চুরি করে নিতে পারে না।
এটিএম থেকেটাকা তোলার পর লক্ষ্য করবেন, অনেকেই ক্যানসেল বাটনে বারবার চাপ দেন। কী হয় এতে?অনেকে মনে করেন যে এটিএম থেকে টাকা তোলার পর দুইবার যদি ক্যানসেল বাটনে চাপ দেওয়া হয়, তাহলে লেনদেনের যাবতীয় ইতিহাস মুছে যায়। এতে প্রতারকরা তথ্য চুরি করতে পারে না এবং টাকা হাতিয়ে নিতে পারে না। অনেকের আবার দাবি, এটিএমে নিজের কার্ড ঢোকানোর আগে দুইবার ক্যানসেল বাটনে চাপ দিলে স্ক্যামাররা পিন চুরি করে নিতে পারে না। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এটিএমে ক্যানসেল বাটনটি থাকে ট্রানজাকশন করার সময় কোনও ভুল করে ফেললে বা টাকা যদি তুলতে না চান, সেটি আটকানোর জন্য। ক্যানসেল বাটনের সঙ্গে পিন চুরি বা হ্যাকিংয়ের কোনও সম্পর্ক নেই।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
