AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar লিঙ্ক না করালেই সর্বনাশ, মার যাবে Provident Fund-এর টাকা!

Aadhaar লিঙ্ক না করালেই সর্বনাশ, মার যাবে Provident Fund-এর টাকা!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 12, 2025 | 2:49 PM

Share

UAN-Aadhaar Link: আপনি কি চা বাগান বা চটকলে কাজ করেন? কিংবা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত? তাহলে অবিলম্বে নিজের পিএফ স্ট্যাটাস চেক করুন। আপনার ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না নিশ্চিত হন। যদি না থাকে, আজই আওনি যে সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে না সংস্থার এইচআর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।

২০২৫ সালের নভেম্বর মাসের পর থেকে, যে সব কর্মীর আধার ও ইউএএন লিঙ্ক করা নেই, তাঁদের নিয়োগকারীরা আর ‘ইলেকট্রনিক চালান কাম রিটার্ন’ বা ইসিআর জমা দিতে পারবেন না। সোজা কথায়, লিঙ্ক না থাকলে পিএফের টাকা জমা করতে সমস্যায় পড়বে সংস্থাগুলো।

আপনি কি চা বাগান বা চটকলে কাজ করেন? কিংবা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত? তাহলে অবিলম্বে নিজের পিএফ স্ট্যাটাস চেক করুন। আপনার ইউএএন-এর সঙ্গে আধার লিঙ্ক করা আছে কি না নিশ্চিত হন। যদি না থাকে, আজই আওনি যে সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে না সংস্থার এইচআর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করুন।

Published on: Dec 12, 2025 02:44 PM