Asansol News: লটারি, তাও নকল!
ডেলি লটারি টিকিটের নামের নকল করে বেআইনী লটারির রমরমা চলছে কুলটিতে। এই কারবার ঝারখন্ড লটারি নামে পরিচিত। একদিকে এই লটারির টিকিট কেটে প্রতারিত হচ্ছিলেন সাধারণ মানুষ।
ডেলি লটারি টিকিটের নামের নকল করে বেআইনী লটারির রমরমা চলছে কুলটিতে। এই কারবার ঝারখন্ড লটারি নামে পরিচিত। একদিকে এই লটারির টিকিট কেটে প্রতারিত হচ্ছিলেন সাধারণ মানুষ। আবার রাজস্ব ফাঁকি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাজ্য সরকার। সেই বেআইনী লটারির কারবার বন্ধ করতে অভিযান চালালো পুলিশ। চার বেআইনি লটারি কারবারিকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ।
ধৃতদের বাড়ি আসানসোলের কুলটি থানার অন্তর্গত রাধানগর, সাঁকতোতিয়া, বরাকর, নিয়ামতপুর এলাকার বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের নাম অভিজিৎ মাজি, সচিন মাজি, দিলিপ বল ও সুরজ নুনিয়া। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 294 A/ 419/420/465/467/468/469/470/471/474/120B। এছাড়া সেকশন ০৪ অফ দা লটারি অর্ডিন্যান্স এক্ট ১৯৯৮, সেকশন ০৭(৩) লটারি রেগুলেশন এক্ট ১৯৯৮ ধারায় মামলা রুজু করে আসানসোল আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের নিজেদের হেপাজতে নেয় কুলটি পুলিশ। ধৃতদের জেরা করে এই কারাবারিতে বাকি জড়িতদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

