Raiganj News: কেটে রাখা ধানে কে দিল আগুন?
কেটে রাখা কয়েক বিঘা জমির ধানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।রায়গঞ্জ ব্লকের বাজিতপুর এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো।
কেটে রাখা কয়েক বিঘা জমির ধানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুস্কৃতিদের বিরুদ্ধে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।রায়গঞ্জ ব্লকের বাজিতপুর এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো।জানা গেছে, ওই এলাকার প্রসেনজিৎ দাস নামে এক চাষীর জমির পাশে কেটে আনা ধান মাড়াইএর জন্য জমিয়ে রাখা রাখা ছিল।
আচমকা বুধবার রাতে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে গ্রামবাসীরা সেখানে ছুটে গেলে ধানে আগুন দেখতে পান। খবর পেলে রায়গঞ্জ দমকল বাহিনী পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বৃহস্পতিবার সকালে ফের আগুন ও ধোয়া দেখতে পেলে দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন পৌছে আগুন নেভাতে সক্ষম হয়। প্রায় সাত বিঘা জমির ধান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবী করেন জমির মালিক। তবে কেউ বা কারা জমিতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক। কিভাবে আগুন লাগছে খতিয়ে দেখছে দমকল।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

