AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Feng Shui Tips: সুখের চাবি কমোডে?

Feng Shui Tips: সুখের চাবি কমোডে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 23, 2023 | 4:08 PM

Share

চিনা বাস্তুশাস্ত্র ফেংশুই। ফেংশুইয়ে সুখ ও সমৃদ্ধির পরিমাপ করা হয় চি এর উপস্থিতি অনুযায়ী। চি আসলে পজিটিভ এনার্জি। যেখানে চি যত বেশি সেখানে তত সমৃদ্ধি। কোনও বাড়িতে টয়লেটে চিয়ের পরিমাণ সবচেয়ে কম। বাথরুম অপরিষ্কার হলে চি আরও কমে যায়। তাই ফেংশুই অনুযায়ী বাথরুম ঝকঝকে তকতকে হওয়া উচিত।

চিনা বাস্তুশাস্ত্র ফেংশুই। ফেংশুইয়ে সুখ ও সমৃদ্ধির পরিমাপ করা হয় চি এর উপস্থিতি অনুযায়ী। চি আসলে পজিটিভ এনার্জি। যেখানে চি যত বেশি সেখানে তত সমৃদ্ধি। কোনও বাড়িতে টয়লেটে চিয়ের পরিমাণ সবচেয়ে কম। বাথরুম অপরিষ্কার হলে চি আরও কমে যায়। তাই ফেংশুই অনুযায়ী বাথরুম ঝকঝকে তকতকে হওয়া উচিত। তাছাড়াও জল অপচয় হওয়া উচিত নয়। জলে থাকে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি। তাই কল থেকে জল লিক হলে আদতে পজিটিভ এনার্জিই চলে যায়। জল অপচয়ে বাড়ে নেগেটিভ এনার্জি।

ফেংশুই মতে বাথরুমের দরজা বন্ধ থাকা উচিত। একই সঙ্গে টয়লেট সিট বন্ধ রাখা উচিত। টয়লেট সিট খোলা থাকলে নেগেটিভ এনার্জি বাড়ে। তাই কমোড সিট ও তার ঢাকনা ব্যবহারের পরেই বন্ধ রাখা উচিত। ফ্লাশ করার সময়ে কমোডের ঢাকনা বন্ধ করে ফ্লাশ কড়া উচিত। ফেংশুই মতে কমোড খুলে ফ্লাশ করার মানে জীবনের সমৃদ্ধি ও প্রতিপত্তি হারিয়ে যাওয়া। ড্রেন কখনোই খোলা রাখা উচিত না। কমোড বাড়ির সবচেয়ে বড় ড্রেন। এই ড্রেন খুলে রাখলে পজিটিভ এনার্জি হারিয়ে যাবেই। এসব নেগেটিভ এনার্জি কমাতে বাথরুমে রাখুন গাছের টব। একটি ছোট আয়নাও রাখতে পারেন বাথরুমে। এদের শুভ প্রভাবে বাথরুমের চি বাড়বে।