AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2023: এই প্রতিমা থাকবে বছরের পর বছর

Durga Puja 2023: এই প্রতিমা থাকবে বছরের পর বছর

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Oct 21, 2023 | 8:11 PM

জাহান্নগর থেকে আমেরিকা। পাড়ি দেবে ফাইবারের ছোট্ট দুর্গা প্রতিমা।শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে দুর্গার চুল।ফাইবারের তৈরী হওয়ায় প্রতিমার গ্যারান্টি কয়েক বছর। আমেরিকার লইসিয়ানার ইলিনুইজ স্ট্রিটে প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পূজায় পূজিত হবে ৩ লক্ষ টাকার সাড়ে ৩ ফুট বাই ৪ ফুটের বাংলার প্রত্যন্ত গ্রামের এই ফাইবারের ছোট্ট দুর্গা।

জাহান্নগর থেকে আমেরিকা। পাড়ি দেবে ফাইবারের ছোট্ট দুর্গা প্রতিমা।শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে দুর্গার চুল।ফাইবারের তৈরী হওয়ায় প্রতিমার গ্যারান্টি কয়েক বছর। আমেরিকার লইসিয়ানার ইলিনুইজ স্ট্রিটে প্রবাসী বাঙালি অনিমেষ রায়ের পারিবারিক পূজায় পূজিত হবে ৩ লক্ষ টাকার সাড়ে ৩ ফুট বাই ৪ ফুটের বাংলার প্রত্যন্ত গ্রামের এই ফাইবারের ছোট্ট দুর্গা। নাদনঘাটের জাহান্নগরের মাগনপুরে এই ফাইবারের দুর্গা প্রতিমার কাজ চলছে জোর কদমে। শিল্পী শঙ্কু দেবনাথের শিল্প নৈপূন্যের ছোঁয়ায় ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে দুর্গা সহ স্বপরিবার। ইতিমধ্যে ৯০%কাজ এগিয়ে গেছে।দিন কয়েকের মধ্যেই কুরিয়ার মারফত এই দুর্গা পৌঁছে যাবে আমেরিকায়। মাগনপুর এলাকার বাসিন্দা অনিমেষ রায় তার পরিবারসহ আমেরিকায় বসবাস করেন। প্রতিবছর তিনি আমেরিকায় প্রবাসী বাঙালিদের দুর্গা পুজো দেখে আসছেন। এবছর অনিমেষ বাবু মনস্থির করেন তার বাড়িতে দুর্গা পুজো করার। আমেরিকা থেকে ফোন করেন এদেশে তার গ্রামের বন্ধুকে। একটি ছোট্ট দুর্গা প্রতিমা বানিয়ে পাঠানোর জন্য বলেন। বন্ধু তাপস দে গ্রামের মডেল শিল্পী শঙ্কু দেবনাথকে দুর্গা বানানোর বরাত দেন। শিল্পী শঙ্কু দেবনাথ(২৪) এই প্রথম স্বপরিবারে কোন দুর্গা প্রতিমা বানাচ্ছেন।শঙ্কুর ছোট থেকেই মডেল বানানোর ঝোঁক। উচ্চমাধ্যমিক পাশ করেই শঙ্কু নদিয়ার কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণির শিল্পীদের থেকে মডেল তৈরির ট্রেনিং নেয়। বিভিন্ন মনীষীদের মূর্তি বানিয়েছে শঙ্কু,যা প্রশংসা যোগ্য।তার কাছেই বরাত আসে এই দুর্গা বানানোর। যেহেতু বহু দূর পারি দেবে এই দুর্গা, তাই শঙ্কু ফাইবারের দুর্গা তৈরীর ভাবনা। দীর্ঘ কয়েক মাস ধরেই দিনে ৮-৯ঘন্টা বাবা মদন দেবনাথকে নিয়েই দুর্গা বানানোর প্রস্তুতি নেয়। প্রথমে কাঠামোর উপর মাটি ও কাঠ দিয়ে পরে ফাইবার কেটে বা গলিয়ে বিভিন্ন আকৃতি দিয়ে তৈরী করেছে ফাইবারের দুর্গা। বিভিন্ন মেটাল দিয়ে প্রস্তুত হচ্ছে প্রতিমার অলংকার ও অস্ত্রশস্ত্র।রং করা চুলের বদলে লাগানো হচ্ছে অরজিনাল চুল। যা শ্যাম্পু লাগিয়ে ধোয়া যাবে। বিভিন্ন মডেল বানানোর পর সুদূর আমেরিকা থেকে 3 লক্ষ টাকার ফাইবারের দুর্গা বানানোর বরাতে উচ্ছ্বসিত শঙ্কু।খুশী তার পরিবার সহ এলাকাবাসীরা।

Published on: Sep 19, 2023 05:23 PM