Raiganj News: নিষিদ্ধ ক্যারিব্যাগে আর্থিক জরিমানা

সোমবার সকালে রায়গঞ্জের বিভিন্ন বাজারে অভিযানে নামে পুর প্রশাসন। এদিন উকিলপাড়ায় স্টেশন বাজারে এই অভিযান চলাকালীন পুরসভার হেডক্লার্ক গৌর দাস মহন্তকে হাতে নাতে নিষিদ্ধ ক্যারিব্যাগ সমেত ধরে ফেলেন খোদ পুর প্রশাসক। সরকারি নিয়ম মেনে তাকে ফাইনও করে পুরসভা।

Raiganj News: নিষিদ্ধ ক্যারিব্যাগে আর্থিক জরিমানা
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 5:36 PM

সোমবার সকালে রায়গঞ্জের বিভিন্ন বাজারে অভিযানে নামে পুর প্রশাসন। এদিন উকিলপাড়ায় স্টেশন বাজারে এই অভিযান চলাকালীন পুরসভার হেডক্লার্ক গৌর দাস মহন্তকে হাতে নাতে নিষিদ্ধ ক্যারিব্যাগ সমেত ধরে ফেলেন খোদ পুর প্রশাসক। সরকারি নিয়ম মেনে তাকে ফাইনও করে পুরসভা। অন্যদিকে রায়গঞ্জের রাসবিহারী মার্কেট, কলেজপাড়া, দেবীনগর বাজারেও অভিযান চালায় রায়গঞ্জ পুরসভা।

এদিনের এই অভিযানে বেশ কয়েকজনের কাছে নিষিদ্ধ ক্যারিব্যাগ পাওয়া যায়। যাদের কাছে নিষিদ্ধ ক্যারিব্যাগ পাওয়া যায় তাদের আর্থিক জরিমানাও করা হয় রায়গঞ্জ পৌরসভার তরফে৷ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন এই নিষিদ্ধ ক্যারিব্যাগ শহরের সমস্ত জল নিকাষী ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে৷ ফলে সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে শহরে। আর সরকারি নির্দেশ মেনেই অভিযান চলছে, সচেতনও করা হচ্ছে।

Follow Us: