Fire: কালো ধোঁয়ায় ভরল এলাকা, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা
Fire at Kolkata: পরপর ১০টি ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও হাজির ছিলেন। একে একে বের করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। আগুন লাগার স্পষ্ট না হলেও রাসায়নিক খেয়েই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। বহুতলের নীচে রয়েছে একাধিক কারখানা।
বহুতলের নীচে রয়েছে কারখানা। সেখানে রাসায়নিক পদার্থ ছিল বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা বলেন, “আগুন লাগার খবর পেয়েই আমরা ছুটে এসেছি। কী রাসায়নিক ছিল, জানি না।”
দিনকয়েক আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড়বাজারে। কয়েক কোটি টাকার ক্ষতি হয় ওই অগ্নিকাণ্ডে। দমকল এবং পুলিশ সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ দোকান ক্ষতিগ্রস্ত হয় সেখানে। আর এবার কলকাতার গুলশন কলোনি। বহুতলে অনেকে বসবাস করেন, ফলে দ্রুত তাদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়।

