Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Top Liquor Shop In India: বিশ্ব সেরা ভারতের এই ৩ পানশালা!

Top Liquor Shop In India: বিশ্ব সেরা ভারতের এই ৩ পানশালা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 09, 2023 | 12:20 PM

সারা বিশ্বে সেরা ১০০টি পানশালার তালিকা প্রকাশ। সেখানে ভারতের ৩টি পানশালার নাম আছে। গোয়াতে আছে ১টি ও দিল্লিতে ২টি পানশালা জায়গা করেছে। দিল্লির সাইডকার ও হুটস বার। গোয়ার টেসেউরো বাই ফায়ারফ্লাই বার। সেরার তালিকায় সাইডকার ৪৭তম স্থানে।

সারা বিশ্বে সেরা ১০০টি পানশালার তালিকা প্রকাশ। সেখানে ভারতের ৩টি পানশালার নাম আছে। গোয়াতে আছে ১টি ও দিল্লিতে ২টি পানশালা জায়গা করেছে। দিল্লির সাইডকার ও হুটস বার। গোয়ার টেসেউরো বাই ফায়ারফ্লাই বার। সেরার তালিকায় সাইডকার ৪৭তম স্থানে। টেসোউরো বাই ফায়ারফ্লাই বার ৬৫ তম স্থানে আছে। ৯৫তম স্থান পেয়েছে হুটস বার। সারা বিশ্বে সেরার তালিকায় আছে লন্ডনের ২টি বার। ১ম স্থানে কনট বার ।২য় স্থানে আছে টেয়ার প্লাস এলিমেন্টারি বার । এই সমীক্ষা করা হয় ৬০০ জনেরও বেশি মানুষের মধ্যে। সমীক্ষা চলে মার্চ,২০২০ থেকে সেপ্টেম্বর,২০২১ পর্যন্ত । একবার দেখে নিন লন্ডন ছাড়াও আর কোন কোন দেশ এই তালিকায় আছে। বার্সেলোনার পারাদিসো বার, এথেন্সের দ্য ক্লামজিস বার। বুয়েন্স এয়ার্সের ফ্লোরেরিয়া আটলান্টিকো বার। মেক্সিকোর লিকোরিয়া লিমান্টুর বার।