Asansol News: পেট্রল পাম্পে দুষ্কৃতি হানা, দেখুন সিসিটিভি ফুটেজ
আজ বিকেল পৌনে চারটা নাগাদ একটি স্কুটিতে তিন যুবক একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে। তারা ঐ পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে। তেল দেওয়া শেষ হতেই এক যুবক তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ঐ মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।
বুধবারের পর এবার বৃহস্পতিবার। ফের গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য। এবার ঘটনাস্থল আসানসোলের সালানপুর। আজ বিকেল পৌনে চারটা নাগাদ একটি স্কুটিতে তিন যুবক একটি পেট্রল পাম্পে তেল ভরাতে আসে। তারা ঐ পাম্পের এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলে। তেল দেওয়া শেষ হতেই এক যুবক তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে ঐ মহিলা কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু মিস ফায়ার হয়ে যাওয়ায় ঐ কর্মী ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে ঐ তিন দুষ্কৃতী স্কুটিতে চেপে পালানোর সময় আতঙ্ক ছড়াতে আরো এক রাউন্ড গুলি চালায়। যদিও এই গুলিটিও কারো লাগেনি। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। তবে কি উদ্দেশ্য নিয়ে দুষ্কৃতীরা পেট্রল পাম্প এসেছিল পরিষ্কার নয়। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
Latest Videos