Murshidabad News: ৩৪ নং জাতীয় সড়কে রাস্তায় গড়াগড়ি খেল মাছ
মালদহগামী একটি মাছ বোঝাই গাড়ি হঠাৎই পাল্টি খেয়ে যায় নিউ ফরাক্কা কলেজের সামনে ৩৪নং জাতীয় সড়কের ওপর। আর মাছ বোঝাই গাড়ি পড়ে যেতেই ৩৪নং জাতীয় সড়কের ওপর মাছ গড়াগড়ি খায়। স্থানীয় সুত্রে জানা যায়, মালদহগামী একটি মাছ বোঝায় পিকআপ গাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতীতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায় এবং একটি দাড়িয়ে থাকা ছোট গাড়িকে ধাক্কা মারে
সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার ফরাক্কাতে রাস্তায় গড়াগড়ি খেল মাছ। রাস্তায় মাছ দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। মালদহগামী একটি মাছ বোঝাই গাড়ি হঠাৎই পাল্টি খেয়ে যায় নিউ ফরাক্কা কলেজের সামনে ৩৪নং জাতীয় সড়কের ওপর। আর মাছ বোঝাই গাড়ি পড়ে যেতেই ৩৪নং জাতীয় সড়কের ওপর মাছ গড়াগড়ি খায়। স্থানীয় সুত্রে জানা যায়, মালদহগামী একটি মাছ বোঝায় পিকআপ গাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতীতে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়ে যায় এবং একটি দাড়িয়ে থাকা ছোট গাড়িকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যায় মাছ। গড়াগড়ি খেতে থাকে মাছ রাস্তায়। ঘটনায় কোন হতাহত হয়নি। পিকআপ গাড়ির চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিশ। যান চলাচল স্বাভাবিক আছে।
Latest Videos