Flexible Phone: ফোন নাকি ব্রেসলেট!

Flexible Phone: ফোন নাকি ব্রেসলেট!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 12, 2023 | 4:08 PM

দেখে রীতিমত ভিরমি খেতে হয়। এটা কী? ফোন নাকি ব্রেসলেট। মোবাইল ফোনের জগতে যেন ঘটে চলেছে নিত্য নতুন বিপ্লব । এবার বাজারে এল ফ্লেক্সিবল ফোন। এই ফোন ব্রেসলেটের মতো কব্জিতে পরা যায়। হাতে থাকাকালীন কাজ করে এই ফোনের অত্যাধুনিক ডিসপ্লে।

দেখে রীতিমত ভিরমি খেতে হয়। এটা কী? ফোন নাকি ব্রেসলেট। মোবাইল ফোনের জগতে যেন ঘটে চলেছে নিত্য নতুন বিপ্লব । এবার বাজারে এল ফ্লেক্সিবল ফোন। এই ফোন ব্রেসলেটের মতো কব্জিতে পরা যায়। হাতে থাকাকালীন কাজ করে এই ফোনের অত্যাধুনিক ডিসপ্লে। এই ফোন কৃত্রিম প্রযুক্তিতে চলে। এই কনসেপ্ট ফোনে প্রথম ঝলক দেখা গেছে লেনোভো টেক ওয়ার্ল্ড ২০২৩এ।

এi ব্রেসলেট স্মার্ট ফোনের প্লাস্টিক অরগ্যানিক এলইডি স্ক্রিনটি ফুল-এইচডি প্লাস। প্লাস্টিক অরগ্যানিক এলইডি স্ক্রিন হওয়ায় স্ক্রিনটি মোড়া যায়। ডিসপ্লে ৬.৯ ইঞ্চির। ফোল্ডেবল ফোনের থেকে একধাপ এগিয়ে ফ্লেক্সিবল ফোন। এই ফোনের লুক ও ডিজাইন খুবই আকর্ষণীয়। মটোরোলা ছাড়াও এই রকমের ফোন বানানোর দৌড়ে আছে ভিভো ও টিসিএল। তবে কবে লঞ্চ হবে এই ফোন তা নিয়ে কিছু জানায়নি মটোরোলা।