Flipkart Loss: ১ টাকা আয় করতে ফ্লিপকার্টের ব্যায় কত?

Flipkart Loss: ১ টাকা আয় করতে ফ্লিপকার্টের ব্যায় কত?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 7:17 PM

২০২২-২৩ অর্থ বর্ষে ৪৪% ক্ষতির মুখে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট। একটি রিপোর্টে ফ্লিপকার্ট ইন্ডিয়ার দাবি এই অর্থ বর্ষে বেড়েছে লোকসান। প্রতি বছরই বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে ওয়ালমার্ট গ্রুপের ফ্লিপকার্ট। ২০২১-২২ অর্থ বর্ষে ফ্লিপকার্টের ক্ষতির পরিমাণ ৩,৩৭১.২ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বর্ষে ৪৪% ক্ষতির মুখে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট। একটি রিপোর্টে ফ্লিপকার্ট ইন্ডিয়ার দাবি এই অর্থ বর্ষে বেড়েছে লোকসান। প্রতি বছরই বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছে ওয়ালমার্ট গ্রুপের ফ্লিপকার্ট। ২০২১-২২ অর্থ বর্ষে ফ্লিপকার্টের ক্ষতির পরিমাণ ৩,৩৭১.২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বর্ষে ফ্লিপকার্টের ক্ষতির পরিমাণ ৪,৮৩৯.৩ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বর্ষে ফ্লিপকার্টের মোট ব্যয় ৬০,৮৫৮ কোটি টাকা।

২০২২-২৩ অর্থ বর্ষে ফ্লিপকার্টের মোট আয় ৫৬,০১২.৮ কোটি টাকা। অর্থাৎ ১ টাকা রোজগার করতে ফ্লিপকার্টের খরচ হচ্ছে ১টাকা ৮ পয়সা। ১০৮ টাকা খরচ করে ফ্লিপকার্ট আয় করছে ১০০। সম্প্রতি ফ্লিপকার্টে তাদের অংশীদারিত্ব বাড়াতে ওয়ালমার্ট ৩.৫ বিলিয়ন ডলার বরাদ্দ বাড়িয়েছে। এতে ফ্লিপকার্টে ওয়ালমার্টের শেয়ার হয়েছে ৮০%। ২০১৮এ ফ্লিপকার্টের ৭৭% শেয়ার কেনে ওয়ালমার্ট। ভারতে ফ্লিপকার্ট গ্রুপে আছে মিনত্রা, ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট হোলসেল, ক্লিয়ারট্রিপ ও ফ্লিপকার্ট হেলথ প্লাস। এই ই-কম প্ল্যাটফর্ম ৮০টি বিভাগে ১৫ কোটি জিনিস বিক্রি করে। বর্তমানে ফ্লিপকার্টের গ্রাহক সংখ্যা ৪০ কোটি।