AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FM Radio: এবার থেকে মোবাইলে থাকতে হবে FM Radio!

FM Radio: এবার থেকে মোবাইলে থাকতে হবে FM Radio!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: May 09, 2023 | 4:56 PM

Share

প্রত্যেক স্মার্টফোনে FM Radio অবশ্যই দিতে হবে বলে প্রস্তুতকারক সংস্থাগুলি নির্দেশ ভারত সরকারের। এই পদক্ষেপে মানুষজন রেডিওর মাধ্যমে বিনোদনের অ্যাক্সেস পাবেন। জরুরি অবস্থা ও দুর্যোগের সময় বিশেষ বার্তাও পাবেন।

প্রত্যেক স্মার্টফোনে FM Radio অবশ্যই দিতে হবে বলে প্রস্তুতকারক সংস্থাগুলি নির্দেশ ভারত সরকারের। এই পদক্ষেপে মানুষজন রেডিওর মাধ্যমে বিনোদনের অ্যাক্সেস পাবেন। জরুরি অবস্থা ও দুর্যোগের সময় বিশেষ বার্তাও পাবেন। দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের অনেকের আলাদা করে রেডিও সেট কেনা সম্ভব নয়। তাঁদের কাছেই পরিষেবা পৌঁছে দিতে এই জরুরি পদক্ষেপটি নেওয়া হচ্ছে। সব ফিচার ফোনে অনেক আগে থেকেই এই FM Radio-র পরিষেবাটি দেওয়া হয়। ICEA এবং MAIT এর পরামর্শ ,যাতে জরুরি অবস্থা ও দুর্যোগের সময় FM Radio অ্যাক্সেসযোগ্য হয়। এই পরামর্শ যে শুধুই দরিদ্র মানুষজনকে রেডিও পরিষেবা প্রদান করা তা নয়। জরুরি অবস্থায় সকলের জন্য FM-এর কানেক্টিভিটির অ্যাক্সেস দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হবে। আইটি মন্ত্রকের নির্দেশ, মোবাইলে অন্তর্নির্মিত এফএম রেডিও রিসিভার ফাংশন বা বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা না হয় । মোবাইল ফোনে অতি অবশ্যই তা যেন সক্রিয় রাখা হয়। যদি মোবাইল ফোনে এফএম রেডিও রিসিভার ফাংশন বা বৈশিষ্ট্য না থাকে,তাহলে এটি অন্তর্ভুক্ত করতে হবে। আইটি মন্ত্রক লক্ষ্য করেছে যে,স্মার্টফোনগুলিতে FM Radio দেওয়ার বৈশিষ্ট্য উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। তার ফলে দরিদ্র মানুষজনের উপরে নেতিবাচক প্রভাব ফেলেছে। FM-সক্ষম মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত,এবং নির্ভরযোগ্য যোগাযোগ করা যায়। এটি জীবন,জীবিকা বাঁচানোর জন্য অত্যন্ত মূল্যবান। ব্যবহারকারীদের যে কোনও ঘটনার আরও ভাল মোকাবিলা করার জন্য প্রস্তুত করতে পারে।