Food Path ১২: চা খান চা গান

রবীন্দ্র সরোবর ফুটপাথে এক তরুণ গায়কের চায়ের দোকান। থিম টি। চকলেট চা থেকে ইমিউনিটি টি। ফুডপাথে চা পান।সঙ্গে গান। বিজয় শীল। নিজে গান লেখেন নিজে গান গান। রেকর্ড বেরিয়েছে। তারই হাতে তৈরি চায়ের দোকান। গান নিয়ে যেমন এক্সপেরিমেন্ট করেন তেমনি এক্সপেরিমেন্ট চায়ের কাপে। বিজয়ের তৈরি চকলেট চা খুব জনপ্রিয় এ প্রজন্মের ছেলেমেয়ের কাছে। বিজয়ের নতুন […]

| Updated on: Feb 02, 2021 | 5:18 PM

রবীন্দ্র সরোবর ফুটপাথে এক তরুণ গায়কের চায়ের দোকান। থিম টি। চকলেট চা থেকে ইমিউনিটি টি।

ফুডপাথে চা পান।সঙ্গে গান। বিজয় শীল। নিজে গান লেখেন নিজে গান গান। রেকর্ড বেরিয়েছে। তারই হাতে তৈরি চায়ের দোকান। গান নিয়ে যেমন এক্সপেরিমেন্ট করেন তেমনি এক্সপেরিমেন্ট চায়ের কাপে। বিজয়ের তৈরি চকলেট চা খুব জনপ্রিয় এ প্রজন্মের ছেলেমেয়ের কাছে। বিজয়ের নতুন আবিষ্কার ইমিউনিটি টি। নানান ভেষজ উপাদানে সমৃদ্ধ এই চা শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। চায়ের শক্তি নিয়ে আস্ত একটা গান লিখে ফেলেছে বিজয় ।

Follow Us: