Sundarbans News: বিশাল পাইথন, দৈর্ঘ্য জানেন?
সুন্দরবন থেকে ১২ ফুটের একটি বিশাল পাইথন উদ্ধার করল বনদপ্তর। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার হয় পাইথনটি। মৎস্যজীবীদের পাতা জালে পাইথনটি জড়িয়ে পড়েছিল। পরে মৎস্যজীবীরা জালের মধ্যে জড়িয়ে থাকা পাইথনটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে।
সুন্দরবন থেকে ১২ ফুটের একটি বিশাল পাইথন উদ্ধার করল বনদপ্তর। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকা থেকে উদ্ধার হয় পাইথনটি। মৎস্যজীবীদের পাতা জালে পাইথনটি জড়িয়ে পড়েছিল। পরে মৎস্যজীবীরা জালের মধ্যে জড়িয়ে থাকা পাইথনটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। সুন্দরবন এলাকায় আগে সেভাবে পাইথনের দেখা মেলেনি। আচমকা মৎস্যজীবীদের জালে পাইথন ধরা পড়ায় উদ্বিগ্ন বনদপ্তরের আধিকারিকেরা। খবর পেয়ে বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জ অফিস থেকে বডন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিশাল আকৃতির পাইথনটিকে উদ্ধার করেন। আপতত জেলা বনদপ্তরের ধনচি বিট অফিসে পাইথনটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষা চালানো হবে। বনদপ্তর জানিয়েছে, এটি একটি ‘বরমিজ পাইথন’। সুন্দরবনে এই ধরনের পাইথন উদ্ধারের ঘটনা প্রথম। বনদপ্তরের আনুমান করছে, বাংলাদেশ থেকে সুন্দরবনে চলে এসেছে পাইথনটি।