Imran Khan: কার সঙ্গে একান্তে জন্মদিন কাটান ইমরান?

Imran Khan: কার সঙ্গে একান্তে জন্মদিন কাটান ইমরান?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 01, 2023 | 2:51 PM

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। ইমরানের ক্রিকেটিং কেরিয়ারে তিনি ছিলেন মহিলাদের হার্ট থ্রব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর খুব কাছের বন্ধু ছিলেন টলিউডের নায়িকা মুনমুন সেন।

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীও ছিলেন তিনি। ইমরানের ক্রিকেটিং কেরিয়ারে তিনি ছিলেন মহিলাদের হার্ট থ্রব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর খুব কাছের বন্ধু ছিলেন টলিউডের নায়িকা মুনমুন সেন।

ইমরান মুনমুনের আলাপ অক্সফোর্ড বিশ্ববিদ্যাল্য থেকে। মুচমুচে গসিপ ছড়িয়ে পড়ে ইমরান ও মুনমুনকে ঘিরে। শোনা যায় পাক অধিনায়ককে মন দিয়ে বসেছিলেন সুচিত্রা সেনের কন্যা। বলিউড সুন্দরী রেখার সঙ্গেও সম্পর্ক ছিল ইমরান খানের। মুম্বাই এলেই রেখার সঙ্গে দেখা করতেন ইমরান খান। তাঁদের ছবিও প্রকাশ্যেও আসে। শুধু রেখাই নন আরও বলিউডি অভিনেত্রী সুপুরুষ ইমরানে মুগ্ধ ছিলেন।

শাবানা আজমি ও জিনাত আমানের সঙ্গে সম্পর্ক ছিল ইমরান খানের। ১৯৭৯এ পাকিস্তান ক্রিকেট দল ভারত সফর করে। শোনা যায় তখন ইমরান তাঁর ২৭তম জন্মদিন একান্তে কাটিয়েছিলেন জিনাতের সঙ্গে। ইমরানের সঙ্গে শাবানার সম্পর্ক ছিল গোপনীয়তায় ঘেরা।