Baruipur Peacock Recovery: বারুইপুরে উদ্ধার ২ ময়ূর শিশু!

পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল গোপনে।বন দপ্তরের বারুইপুর রেঞ্জ এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ উদ্যোগে বারুইপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর গ্রামের সাহাজাত লস্কর ও তার ছেলে আমানুল্লা লস্করকে।

Baruipur Peacock Recovery: বারুইপুরে উদ্ধার ২ ময়ূর শিশু!
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 7:34 PM

পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল গোপনে।বন দপ্তরের বারুইপুর রেঞ্জ এবং ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর যৌথ উদ্যোগে বারুইপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর গ্রামের সাহাজাত লস্কর ও তার ছেলে আমানুল্লা লস্করকে।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পায় দু’টি ভারতীয় ময়ূরের বাচ্চা নিয়ে দুই পাচারকারী বারুইপুরে পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে।

সেই মতো তারা বারুইপুরে হানা দিয়ে ওই দুই পাচারকারীকে ধরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দু’টি ভারতীয় ময়ূরের বাচ্চা উদ্ধার হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে বাঁকুড়া থেকে এই ময়ূর গুলি নিয়ে আসা হয়েছিল ময়ূর গুলিকে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় বিক্রি করার জন্য।ধৃতদের জেরা করে এই চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে জানার চেষ্টা করছে বন দপ্তর।ধৃত দু’জনকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

Follow Us: