Viral Video: বাড়িতে ঢুকে বসে চার বাঘের ছানা, সন্তানের খোঁজে ব্যাকুল বাঘিনী
সোমবার ওই গ্রামের গ্রামবাসীরা বাঘের বাচ্চাগুলি দেখতে গিয়ে বন দফতরকে খবর দেন। অন্ধ্রপ্রদেশ বন দফতরের আধিকারিকরা এসে দেখেন আনুমানিক ৪ মাসের ব্যাঘ্র শাবকগুলি সুস্থ রয়েছে। বন দফতরের খবর অনুযায়ী একটি বাঘিনী নন্দালয়া জেলার ওই গ্রামের ২ কিমির মধ্যে একটি বাঘিনীকে দেখা যাচ্ছে
অন্ধ্রপ্রদেশের গুম্মাডাপুরম গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে ৪টি বাঘের ছানা। সোমবার ওই গ্রামের গ্রামবাসীরা বাঘের বাচ্চাগুলি দেখতে গিয়ে বন দফতরকে খবর দেন। অন্ধ্রপ্রদেশ বন দফতরের আধিকারিকরা এসে দেখেন আনুমানিক ৪ মাসের ব্যাঘ্র শাবকগুলি সুস্থ রয়েছে। বন দফতরের খবর অনুযায়ী একটি বাঘিনী নন্দালয়া জেলার ওই গ্রামের ২ কিমির মধ্যে একটি বাঘিনীকে দেখা যাচ্ছে। সেই বাঘিনীটি ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং হুঙ্কার দিচ্ছে। ওই এলাকাতে বন দফতরের বেশ কয়েকটি ক্যামেরা ট্র্যাপও রয়েছে। অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল শান্তিপ্রিয়া পাণ্ডে জানাচ্ছেন যদি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাঘিনী ছানাদের খুঁজে পায় তাহলে ভাল। নইলে পরিবর্তিত পরিস্থিতিতে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে বাঘের ছানা গুলি গ্রামের ওই বাড়িতে ঢুকল তা নিয়ে ধোঁয়াশায় বন দফতর। বন আধিকারিকদের একাংশের মত হয়ত বুনো কুকুরের তাড়া খেয়ে মা বাঘিনী ছানাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে।