Deganga: গ্যাস সিলিন্ডারের ভিতর জল মিলছে, একবার চেক করে নিন
গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে গলগল করে বের হচ্ছে জল। টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার হলেন গৃহবধূ। ঘটনা দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার। দিন চারেক আগে গ্যাস সিলেন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলো বন্ধ হয়ে গিয়েছে. নড়াচড়া করে দেখেন যথেষ্ট পরিমাণে ভারী হলেও […]
গ্যাস সিলিন্ডারের মধ্যে থেকে গ্যাস না বেরিয়ে গলগল করে বের হচ্ছে জল। টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার হলেন গৃহবধূ। ঘটনা দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকার। দিন চারেক আগে গ্যাস সিলেন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎ দুপুরে রান্না করার সময় লক্ষ্য করে চুলো বন্ধ হয়ে গিয়েছে. নড়াচড়া করে দেখেন যথেষ্ট পরিমাণে ভারী হলেও আগুন বের হচ্ছে না। এরপরই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায়, গ্যাস নয়, পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার। কয়েকদিন আগে একটি গ্যাস সিলিন্ডার কেনেন তিনি। কী বলছে জলভরা সিলিন্ডারের মালকিন? দেখুন ভিডিয়ো