Throat Covid: কাশি, গলাব্যথা! করোনা ফিরছে না তো?

Throat Covid: কাশি, গলাব্যথা! করোনা ফিরছে না তো?

আসাদ মল্লিক

|

Updated on: Feb 10, 2023 | 6:01 PM

Coronavirus: কোন কারণে এমন হয়? জানালেন নাক কান ও গলার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য।

শীত যাই যাই করছে। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে অনেকের শুকনো কাশি, গলাব্যথা আর কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন থাকছে এই অবস্থা। কোন কারণে এমন হয়? জানালেন নাক কান ও গলার বিশেষজ্ঞ শল্য চিকিৎসক মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য।