Viral Video: রাক্ষসের মতো ফল খাচ্ছে ফলওয়ালা, ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Mar 04, 2023 | 6:56 PM

তিনি একটি থালা নিয়ে নিজের মাথায় মারতে থাকেন এবং জোরে চিৎকার করতে থাকেন।তরমুজটা কেটে দু’হাতে ধরে রাক্ষসের মত চিৎকার করেন।তিনি একটি ছুরি দিয়ে পাকা পেঁপে কাটেন এবং আবার একইভাবে চিৎকার শুরু করেন।এমন অদ্ভুত উপায়ে ফল বিক্রি করতে আপনি কমই দেখেছেন

এক দোকানদারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে আপনি অবাক হবেন।এমনকি আপনি ভয়ও পেতে পারেন।ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি খুব অদ্ভুত উপায়ে ফল বিক্রি করছেন।তিনি ফলগুলিকে কেটে, তারপর হাতে নিয়ে চিৎকার করছেন।আপনি প্রথমে তার এমন কর্ম দেখে চমকে উঠবেন।তিনি একটি থালা নিয়ে নিজের মাথায় মারতে থাকেন এবং জোরে চিৎকার করতে থাকেন।তরমুজটা কেটে দু’হাতে ধরে রাক্ষসের মত চিৎকার করেন।তিনি একটি ছুরি দিয়ে পাকা পেঁপে কাটেন এবং আবার একইভাবে চিৎকার শুরু করেন।এমন অদ্ভুত উপায়ে ফল বিক্রি করতে আপনি কমই দেখেছেন।একবার ভাবুন দোকানদার যদি এমন করেন, তাহলে ক্রেতারা ভয় পেতে বাধ্য়।এই ভিডিয়োটি ইন্সটাগ্রামে mixfood_hunter নামের একটি অ্য়কাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।এখনও পর্যন্ত ৯.৭ মিলিয়ন ভিউ হয়েছে।৪ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন।কেউ বলছেন, ‘আমার রেস্টুরেন্টে এমন একটি লোক দরকার’।আবার কেউ লিখেছেন, ‘এমন ফল বিক্রেতা আমি আগে কখনও দেখিনি’।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla