SSC Interview List: চাকরির পরীক্ষায় ফুল-মার্কস পেয়েও ডাকল না SSC! শুরু নতুন বিতর্ক
SSC Recruitment Scam: শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এসএসসি একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা। মোট ২০ হাজার চাকরিপ্রার্থীর নাম উঠেছে এই উত্তীর্ণদের তালিকায়। যা তৈরি হয়েছে তিনটি পর্যায়ে। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বর।
কলকাতা: পুরনোদের অভিজ্ঞতার সামনে টিকতে পারল না নতুনদের ‘ফুল মার্কস’। ৬০-এ ৬০ পেয়েও উঠল না নাম। যা ঘিরে তৈরি বিতর্ক। শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে এসএসসি একাদশ-দ্বাদশের ইন্টারভিউ তালিকা। মোট ২০ হাজার চাকরিপ্রার্থীর নাম উঠেছে এই উত্তীর্ণদের তালিকায়। যা তৈরি হয়েছে তিনটি পর্যায়ে। লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বর।
এতেই বিপাকে পড়েছেন বহু নতুন চাকরিপ্রার্থী। অভিযোগ উঠছে পূর্ণ নম্বর পেয়েও চাকরি পেলেন না ফ্রেশাররা। অভিজ্ঞতের মারেই পিছিয়ে পড়লেন তাঁরা। কেউ বাংলা, ইংরেজি কিংবা কেউ বা পূর্ণ নম্বর পেয়েছেন ইতিহাস, অঙ্কের মতো বিষয়ে। কিন্তু তারপরেও ইন্টারভিউতে ডাক পেলেন না তাঁরা। অভিজ্ঞতার নম্বরের পিঠে চড়েই নতুনদের ছিটকে দিলেন পুরনোরা।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
