Basirhat News: ৩০০ ফুটের বাঁধ ভাঙল
অমাবস্যার ভরা কোটাল পরবর্তী জলোচ্ছ্বাসের জের, বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে রায়মঙ্গল নদীর প্রায় ৩০০ ফুট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
অমাবস্যার ভরা কোটাল পরবর্তী জলোচ্ছ্বাসের জের, বসিরহাটের সন্দেশখালি ২নং ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে রায়মঙ্গল নদীর প্রায় ৩০০ ফুট বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ইতিমধ্যে নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে আতাপুর, তালতলা ও মনিপুর সহ বেশ কয়েকটি গ্রামে। ঘটনাস্থলে সেচ দপ্তরের আধিকারিকরা গিয়ে বাঁশের পাইলিং দিয়ে বাঁধ মেরামতির চেষ্টা করছে। একদিকে নদীর প্রচন্ড স্রোত অন্যদিকে জলস্তর এতটাই বেড়ে যাচ্ছে যে বাঁধ পাইলিং করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সেচ দপ্তরের কর্মীদের। সামনেই আবার নিম্নচাপের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশের স্থায়ী সমিতির সদস্য শেখ শাহজাহানের নির্দেশে ঘটনাস্থলে সন্দেশখালি ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান মোল্লা ও মনিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে নদী বাঁধ পরিদর্শন করেন। বসিরহাটের সেচ দপ্তরে আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বাঁধ মেরামতি কাজের তদারকি শুরু করেছেন। এই বাঁধ ভাঙ্গার ফলে বাঁধ মেরামতি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের। সেচ দপ্তরের আধিকারিক শান্তনু মন্ডল বলেন, “নদীর বাঁধ অনেক বড়ভাবে ভেঙেছে। বাঁধ মেরামতির কাজ চলছে। আমরা চাইছি দ্রুত বাঁধ সারাই এর কাজ শেষ হোক। কারণ এর পরে আরো যদি বড় বিপর্যয় আসে সে ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হচ্ছে।”