Dinosaurs found in Spain: স্পেনে মিলল বিশাল ডাইনোসর
১২.২ কোটি বছর আগে স্পেনে দাপিয়ে বেড়াত বিশালাকৃতির ডাইনোসর। স্পেনের মোরেলার কাছে পাওয়া গেল গরুম্বাটাইটান মরেলেনসিসের নতুন জীবাশ্ম। এদের প্রথম জীবাশ্ম পাওয়া যায় ২০০৫ থেকে ২০০৮এ। এদের ওপরে গবেষণার প্রতিবাদেন প্রকাশিত হয় লিনিয়ান সোস্যাইটির জুওলজিক্যাল জার্নালে।
১২.২ কোটি বছর আগে স্পেনে দাপিয়ে বেড়াত বিশালাকৃতির ডাইনোসর। স্পেনের মোরেলার কাছে পাওয়া গেল গরুম্বাটাইটান মরেলেনসিসের নতুন জীবাশ্ম। এদের প্রথম জীবাশ্ম পাওয়া যায় ২০০৫ থেকে ২০০৮এ। এদের ওপরে গবেষণার প্রতিবাদেন প্রকাশিত হয় লিনিয়ান সোস্যাইটির জুওলজিক্যাল জার্নালে। এদের ৪টি বিশাল থামের মতো পা, লম্বা গলা, লম্বা লেজ ও ছোট্ট মাথা ছিল।
এরা টাইটানোসর প্রজাতির সরোপড উপগোষ্ঠীর। খননের সময়ে ৩টি ডাইনোসরের জীবাশ্ম পান প্রত্নজীবাশ্মবিদরা। পাওয়া গেছে ডাইনোসরটির বিরাট কশেরুকা, ও দুটি সুবিশাল পায়ের হাড়ের প্রায় সম্পূর্ণ অংশ। প্রত্নজীবাশ্মবিদদের মতে এই ফসিলগুলি ৬.৬ কোটি থেকে ১৪.৫ কোটি বছরের পুরনো। প্রত্নজীবাশ্মবিদ ও গবেষকদের মতে এই ফসিলগুলির আবিষ্কারের ফলে লম্বা গলাযুক্ত ডাইনোসরদের সম্পর্কে আরও বেশি জানা যাবে।
মুর্শিদাবাদে মুসলিম নেত্রীদের দল ছাড়া চলছেই! 'মমতার কথাতেই...'
যুবভারতীকাণ্ডের এক সপ্তাহ পর মুখ খুললেন সুজিত বসু
'ওর হাতটা তখন ঠিক আমার এতটা কাছে চলে এসেছিল', কী হল লগ্নজিতার সঙ্গে?
তালিকায় জীবিত ব্যক্তি হলেন মৃত, আর মৃত হয়ে উঠলেন জীবিত!

