Geeta Gopinath: বিশ্বের জিডিপির ১৫%ই ভারতের
আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপিনাথ। তিনি এসেছেন জি-টোয়েন্টি সম্মেলনে। গীতা বলছেন সারা দুনিয়ার জিডিপির প্রায় ১৫% ভারতের অবদান। গীতা বলছেন ২০২৭ থেকে ২০২৮ এর মধ্যে ভারত বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হবে। ভারতকে 'ইঞ্জিন অফ গ্লোবাল গ্রোথ' বলে আখ্যায়িত করেছেন গীতা গোপীনাথ।
আইএমএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপিনাথ। তিনি এসেছেন জি-টোয়েন্টি সম্মেলনে। গীতা বলছেন সারা দুনিয়ার জিডিপির প্রায় ১৫% ভারতের অবদান। গীতা বলছেন ২০২৭ থেকে ২০২৮ এর মধ্যে ভারত বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হবে। ভারতকে ‘ইঞ্জিন অফ গ্লোবাল গ্রোথ’ বলে আখ্যায়িত করেছেন গীতা গোপীনাথ। তবে অভীষ্ট সেই লক্ষ্যে পৌঁছনোর কিছু দাওয়াই ও বাতলেছেন তিনি।
গীতা বলছেন এর জন্য বিদেশি লগ্নির জন্য পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। পরিকাঠামোর সংস্কার করতে হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে ধরে রাখতে হবে। এই কাজ গুলো করতে পারলেই আগামী দিনে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারবে মত গীতার। ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন বেসরকারি লগ্নি টানার অনুকূল পরিবেশ তৈরির পক্ষে তার মত প্রকাশ করেন গীতা।
গীতা গোপীনাথ বলছেন ভারত এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে ও তার সুফল পাচ্ছে। ভারতের ডিজিটাল উন্নয়নের দিকে তাকিয়ে অনেক দেশ। গীতার মত ভারতের প্রতিবেশি চিনের অর্থনীতি বর্তমানে কিছুটা স্থিমিত হলেও ভবিষ্যতে তা ঘুরে দাঁড়াবে। জি-২০ সামিটে সভাপতিত্বে ভারতের অকুণ্ঠ প্রশংসা করেন গীতা গোপীনাথ। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের এই প্রশংসা ভারতকে নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে দেবে।