Ghatal-Chandrakona News:  প্রশাসনকে বুড়ো আঙুল,মাটি হারাচ্ছে উর্বরতা

Ghatal-Chandrakona News: প্রশাসনকে বুড়ো আঙুল,মাটি হারাচ্ছে উর্বরতা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 30, 2023 | 4:26 PM

প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই প্রতিদিন বিঘের পর বিঘে জমিতে অবাধে পোড়ানো হচ্ছে নাড়া,ছড়াচ্ছে দূষণ, জমির মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়।

প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই প্রতিদিন বিঘের পর বিঘে জমিতে অবাধে পোড়ানো হচ্ছে নাড়া,ছড়াচ্ছে দূষণ, জমির মাটি হারাচ্ছে উর্বরতা শক্তি।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বার বার প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও জমিতে অবাধে নাড়া পোড়াচ্ছেন চাষীরা।

কয়েকদিন আগে চাষীদের নিয়ে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও অফিসে বৈঠক করেন মহকুমা শাসক ও ব্লক প্রশাসনের আধিকারীকরা, বৈঠকে সারের কালোবাজারি সহ জমিতে নাড়া পোড়ানো হলে তার ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা হয় চাষীদের সাথে। এমনকি বৈঠকে সরকারি আইন অনুযায়ী কোনো চাষী জমিতে নাড়া পোড়ালে তার শাস্তি হতে পারে তাও চাষীদের জানানো হয়, তা সত্ত্বেও চাষের জমিতে নাড়া পোড়াতে দেখা গেল চাষীদের।

নাড়া পোড়ানোর বিষয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা চাষীদের কাছে নাড়া পোড়ানোর কারন জানতে চাইলে, চাষীরা কোনো সদুত্তর দিতে পারেনি। চাষীদের দাবি সবাই পুড়াচ্ছে তাই আমরাও পুড়াচ্ছি, নাড়া নিয়ে আমরা কি করবো? প্রশ্ন এখানেই বারে বারে বিভিন্নভাবে প্রশাসনের তরফে চাষীদের সচেতন করা সত্ত্বেও কবে সচেতন হবে কৃষকেরা,উড়ছে প্রশ্ন। তবে প্রতিনিয়ত নাড়া পোড়ানো ছবি দেখলে চমকে উঠবেন সকলে ।

Published on: Nov 30, 2023 04:26 PM