Kailash Vijayvargiya, Controversy: ‘মেয়েদের ছোট পোশাক…’ ফের কৈলাসের বিতর্কিত মন্তব্য
মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জানিয়েছেন, তিনি খোলামেলা বা ছোট পোশাক পরা মেয়েদের একেবারেই পছন্দ করেন না। বলেন, “আমি মেয়েদের দেবী রূপে দেখি। তাই মনে করি তাঁদের ভদ্র পোশাকে থাকা উচিত। খোলামেলা পোশাক আমার কাছে কোনওভাবেই আকর্ষণীয় নয়।” পশ্চিমী ভাবধারার সঙ্গে নিজের মতের অমিলের কথা জানিয়ে কৈলাস বলেন, […]
মেয়েদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জানিয়েছেন, তিনি খোলামেলা বা ছোট পোশাক পরা মেয়েদের একেবারেই পছন্দ করেন না। বলেন, “আমি মেয়েদের দেবী রূপে দেখি। তাই মনে করি তাঁদের ভদ্র পোশাকে থাকা উচিত। খোলামেলা পোশাক আমার কাছে কোনওভাবেই আকর্ষণীয় নয়।”
পশ্চিমী ভাবধারার সঙ্গে নিজের মতের অমিলের কথা জানিয়ে কৈলাস বলেন, “পশ্চিমে বলা হয়, কম কথা বললে বা খোলামেলা পোশাক পরলে সেটা ভালো। কিন্তু আমি এই সংস্কৃতিতে বিশ্বাস করি না।”
এমনকি, ছোট পোশাক পরা কেউ ছবি তুলতে চাইলে তিনি ফিরিয়ে দেন বলেও জানান এই বিজেপি নেতা। তাঁর কথায়, “মাঝেমধ্যে মেয়েরা ছবি তুলতে আসে, আমি বলি— বেটা, পরের বার ঠিকঠাক জামাকাপড় পরে এসো, তখন ছবি তুলব।”
কৈলাসের মন্তব্যে কী বলছে বাংলার রাজনীতিকরা? দেখুন ভিডিয়ো।