AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glide Bomb, আকাশে ভাসতে ভাসতে গিয়ে দূরের টার্গেটে আঘাত করতে পারে!

Glide Bomb, আকাশে ভাসতে ভাসতে গিয়ে দূরের টার্গেটে আঘাত করতে পারে!

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Dec 05, 2025 | 8:20 PM

Share

Glide Bomb, DRDO, Indian Army: আর এবার এমনই ভাসমান গ্লাইড বোমা তৈরি করে ফেলল ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। শর্ট রেঞ্জ মিসাইলের মতোই কাজ করবে এই গ্লাইড বোমা। মিসাইলের থেকে অনেক কম খরচেই এবার তৈরি করে ফেলা যাবে এই গ্লাইড বোমা। ভারতীয় সেনার গৌরব বাড়াতে এবার আসছে 'গৌরব'।

সমুদ্রের উপর বোমা ফেলল কোনও যুদ্ধবিমান। আর সেই বোমা বেশ অনেকটা দূরের কোনও দ্বীপে গিয়ে আঘাত করল। কিন্তু কীভাবে? বোমার কি ডানা আছে? আসলে এই বোমা ভাসতে পারে। সেই যেমন উড়তে উড়তে পাখিরা মাঝে মাঝে ডানা ঝাপটানো বন্ধ করে মাঝে মাঝে আকাশে ভেসে থাকে। ঠিক তেমনই। একে বলা হয় গ্লাইড বোমা।

আর এবার এমনই ভাসমান গ্লাইড বোমা তৈরি করে ফেলল ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। শর্ট রেঞ্জ মিসাইলের মতোই কাজ করবে এই গ্লাইড বোমা। মিসাইলের থেকে অনেক কম খরচেই এবার তৈরি করে ফেলা যাবে এই গ্লাইড বোমা। ভারতীয় সেনার গৌরব বাড়াতে এবার আসছে ‘গৌরব’। সীমান্তের এপার থেকে ফেলা বোমা, এবার উড়ে গিয়ে পড়বে ওপারে।

Published on: Dec 05, 2025 08:19 PM