Foreign Trip: কম খরচে বিদেশে পাড়ি
Cheap Foreign Tour: বিদেশ ভ্রমণের সাধ থাকলেও খরচের কারণে অনেকের সাধয় থাকে না। আমরা হদিশ দিচ্ছি কিছু ডেসটিনেশনের যেখানে সস্তায় ঘুরে আসতে পারেন। ভারতীয় রুপি এই দেশ গুলির মুদ্রার চেয়ে দামি। দেখে নিন সেই দেশ গুলো কী কী?
বিদেশ ভ্রমণের সাধ থাকলেও খরচের কারণে অনেকের সাধয় থাকে না। আমরা হদিশ দিচ্ছি কিছু ডেসটিনেশনের যেখানে সস্তায় ঘুরে আসতে পারেন। ভারতীয় রুপি এই দেশ গুলির মুদ্রার চেয়ে দামি। দেখে নিন সেই দেশ গুলো কী কী?
ভারতীয় ১ টাকা ১৮০ ইন্দোনেশিয়ান রুপির সমান। ১ ভারতীয় টাকায় পাবেন ৩.৭৫ শ্রীলঙ্কান রুপি। ১ টাকায় পাবেন ১.৬ নেপালি রুপি। ১ টাকা ১.৬ জাপানি ইয়েনের সমকক্ষ। ৪.১ হাঙ্গেরিয়ান ফরিন্ট পাবেন ১ টাকায়। ৬.৫ কোস্টারিকান কোলোনের সমান ১ ভারতীয় টাকা। হনিমুন ডেস্টিনেশন হিসাবে ইন্দোনেশিয়ার বালি জনপ্রিয়। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। হো চি মিনের ঐতিহাসিক স্মৃতি, স্থাপত্য ভিয়েতনামের সিগনেচার। আছে অবারিত স্ট্রিট ফুড আর প্রাকৃতিক সৌন্দর্য। পাহাড়, সমুদ্র আর সবুজে ঘেরা শ্রীলঙ্কা। হাতির বা টুকটুকের সওয়ারিতে ঘুরে দেখা যায় দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা।
ভিসা লাগে না আবার বিদেশও। হিমালয়ের কোলে নেপাল। পোখরা, পশুপতিনাথ আর মাউন্ট এভারেস্টের নেপাল। এখন ট্রেনও যাচ্ছে এই দেশে। সূর্যোদয়ের দেশ নিপ্পন বা জাপান। প্রযুক্তি, সংস্কৃতি আর সমৃদ্ধ ইতিহাস জাপানের পরতে পরতে। সঙ্গে মনলোভা প্রকৃতি আর খাবার দাবার। হাঙ্গেরিতে মিশ্রণ হয়েছে রোমান আর তুরস্কের ইতিহাস ও সংস্কৃতি। রোম্যান্টিক শহর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। আগ্নেয়গিরি, সমুদ্র আর দিগন্ত বিস্তৃত সবুজ জঙ্গল কোস্টারিকায়। কম খরচে এখানেও যেতে পারেন।