Goa Tourist Place: প্রথমবার গোয়ায় গেলে...

Goa Tourist Place: প্রথমবার গোয়ায় গেলে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 24, 2023 | 11:44 AM

তারুণ্যের জয়গান গায় গোয়া। গোয়ায় বেড়াতে গেলে কী কী দেখবেন? যারা প্রথমবার গোয়া যাচ্ছেন তারা সি বিচ ছাড়াও ঘুরে দেখতে পারেন আরও বেশ কিছু। পর্তুগিজদের এক সময়কার উপনিবেশ গোয়া স্থাপত্যে সমৃদ্ধ। এখানে রয়েছে বেশ কিছু জাতীয় উদ্যান। আছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ।

তারুণ্যের জয়গান গায় গোয়া। গোয়ায় বেড়াতে গেলে কী কী দেখবেন? যারা প্রথমবার গোয়া যাচ্ছেন তারা সি বিচ ছাড়াও ঘুরে দেখতে পারেন আরও বেশ কিছু। পর্তুগিজদের এক সময়কার উপনিবেশ গোয়া স্থাপত্যে সমৃদ্ধ। এখানে রয়েছে বেশ কিছু জাতীয় উদ্যান। আছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগ। গোয়ার বাগা বিচ, কোলবা বিচ, আঞ্জুনা বিচ, মেরিজিম বিচ, বাটারফ্লাই বিচ, আরামবল বিচ জনপ্রিয়।

সি বিচে সমুদ্র স্নান ছাড়াও এর ধারে অবস্থিত ছোট ছোট স্যক গুলিতে ডিনার স্মরণীয় হয়ে থাকবে। ঘুরে দেখতে পারেন ব্যাসেলিকা অফ বম জেসাস চার্চ, ভেলহা গোয়া, সেন্ট অগাস্টাইন টাওয়ার। গোয়ার কাছে ই দুধ সাগর জলপ্রপাত পশ্চিমঘাট পর্বতমালা। মাদেই বন্যপ্রাণী অভয়ারণ্য, নেত্র ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্য, ভগবান মহাবীর জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য, কোটিগাও বন্যপ্রাণী অভয়ারণ্য। পূর্ব গোয়ায় রয়েছে বেশ কিছু মশলা বাগান। গোয়ার সি বিচে কায়াকিং, জেট স্কিয়িং, প্যারাসেলিং, উইন্ড সার্ফিং করা যায়। গোয়ায় দু চাকার বাহন ভাড়া পাওয়া যায়। চাইলে এই দুই চাকায় চড়ে ঘুরে দেখতে পারেন পুরো গোয়া।