ভারত সঞ্চার নিগম লিমিটেডের ১০০ টাকার নিচের ৪টি ডেটা ভাউচার রয়েছে।প্রচুর টাকা খরচ করে রিচর্জ করার চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন।BSNL-এর প্রথম প্ল্যানটি ১৬ টাকার।এই প্ল্যানটির মেয়াদ ১ দিন এবং ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।BSNL-এর ৯৪ টাকার প্ল্যানটি ৩০ দিনের বৈধতার সঙ্গে আসে।এই প্ল্যানে শুধু ডেটাই পাওয়া যায় না, ২০০ মিনিট ভয়েস কলিংও পাওয়া যায়।এছাড়াও এই প্ল্যানে ৩জিবি ডেটা দেওয়া হয়।BSNL-এর ৯৭ টাকার প্ল্যানে ১৫ দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।৯৭ টাকা খরচ করলেই আপনি সারা মাস যত খুশি কথা বলতে পারবেন।BSNL-এর ৯৮ টাকার প্ল্যানে ২২ দিনের বৈধতা পাওয়া যায়।প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যায়।মাত্র 98 টাকা খরচ করে আপনি যত খুশি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।কিন্তু এতে ভয়েস কলের কোনও সুবিধা নেই।