BSNL 4G Vouchers: মোবাইল রিচার্জে প্রচুর খরচ হয়ে যাচ্ছে? তাহলে এবার Switch To BSNL 4G

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Updated on: Feb 24, 2023 | 6:26 PM

BSNL-এর ৯৭ টাকার প্ল্যানে ১৫ দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।৯৭ টাকা খরচ করলেই আপনি সারা মাস যত খুশি কথা বলতে পারবেন

ভারত সঞ্চার নিগম লিমিটেডের ১০০ টাকার নিচের ৪টি ডেটা ভাউচার রয়েছে।প্রচুর টাকা খরচ করে রিচর্জ করার চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন।BSNL-এর প্রথম প্ল্যানটি ১৬ টাকার।এই প্ল্যানটির মেয়াদ ১ দিন এবং ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।BSNL-এর ৯৪ টাকার প্ল্যানটি ৩০ দিনের বৈধতার সঙ্গে আসে।এই প্ল্যানে শুধু ডেটাই পাওয়া যায় না, ২০০ মিনিট ভয়েস কলিংও পাওয়া যায়।এছাড়াও এই প্ল্যানে ৩জিবি ডেটা দেওয়া হয়।BSNL-এর ৯৭ টাকার প্ল্যানে ১৫ দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।প্ল্যানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাচ্ছে।৯৭ টাকা খরচ করলেই আপনি সারা মাস যত খুশি কথা বলতে পারবেন।BSNL-এর ৯৮ টাকার প্ল্যানে ২২ দিনের বৈধতা পাওয়া যায়।প্রতিদিন ২জিবি ডেটা পাওয়া যায়।মাত্র 98 টাকা খরচ করে আপনি যত খুশি ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।কিন্তু এতে ভয়েস কলের কোনও সুবিধা নেই।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla