এখন চৈত্রমাস। সোনার সর্বনাশ। মল মাস। এই মাসে বিয়ে নেই। তার ওপর সোনার দাম সর্বোচ্চ। সোনার গয়না কিনতে গিয়ে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা। বাংলা নববর্ষের আগে বিক্রিবাটা নেই একেবারেই। স্বর্ণ ব্যবসায়ীদের মাথায় হাত। বিয়েতে সোনার গয়না উপহার দিতে গিয়ে মানুষের নাজেহাল অবস্থা। সামনেই বিয়ের মাস। বিয়ের গয়না কেনার জন্য বিভিন্ন সোনার দোকানে লাইন পড়ে যাওয়ার কথা। এবারে সোনার দাম যেভাবে ঊর্ধ্বমুখী, বেশি ভাগ সোনার দোকান গুলো ফাঁকা। বউবাজারে স্বর্ণ ব্যবসায়ীরা উদাসীন ভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। চোখে মুখে তাদের হতাশার ছাপ। সময় গড়ালেও ক্রেতার দেখা নেই। সোনার দাম বার বার বৃদ্ধির ফলে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। সোনার দাম কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়।