Basirhat News: ৪৫ লাখের সোনার বিস্কুট!

Basirhat News: ৪৫ লাখের সোনার বিস্কুট!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 07, 2023 | 4:56 PM

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তারালি এলাকায় প্রচুর সোনা ঢুকিয়েছে পাচারকারীরা।

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তারালি এলাকায় প্রচুর সোনা ঢুকিয়েছে পাচারকারীরা। খবর পেয়ে সতর্ক হয় ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। এদিন ভোররাতে টহল দেওয়ার সময় সন্দেহ হওয়ায় এক পাচারকারীকে ধাওয়া করলে সে সোনার বিস্কুট ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় ৬টি সোনার বিস্কুট। যার ওজন ৬৫০গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। পলাতক পাচারকারী খোঁজে তল্লাশি চালাচ্ছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী।