Gold Smuggling: কোদালের ভেতর সোনা!
কোদালের আছড়ের ভিতরে করে ৫ পিস সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে আসছিল এক যুবক। সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে কোদালের ভেতর থেকে বেরিয়ে আসে ৫পিস সোনার বিস্কুট।
বসিরহাটের স্বরূপনগর থানার বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম হাসানুর গাজী। বাড়ি আমুদিয়ায়। সে মাঠে চাষের কাজ সেরে ফিরে ফেরার সময় কোদালের আছড়ের ভিতরে করে পাঁচ পিস সোনার বিস্কুট লুকিয়ে নিয়ে আসছিল। সেই সময় বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। তারপর তাকে তল্লাশি চালাতে গিয়ে কোদালের ভেতর থেকে বেরিয়ে আসে একে একে পাঁচ পিস সোনার বিস্কুট। যার বাজার মূল্য আনুমানিক ৩১লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট ও পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী। এই পাচারকারী কোথা থেকে পেল এই সোনার বিস্কুটগুলো? তবে কি এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক কোন পাচারকারীর যোগসূত্র আছে? তা খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। বিএসএফ সূত্রে জানা যায়, এই সোনার বিস্কুট গুলি থাইল্যান্ড, মায়ানমার ও বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে।