Google News: গুগল খুঁজছে আপনার ব্যক্তিগত তথ্য

Google News: গুগল খুঁজছে আপনার ব্যক্তিগত তথ্য

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 19, 2023 | 5:14 PM

আপনি ডিজিটাল মাধ্যমে যা যা করেন তা আপনার অলক্ষ্যেই থেকে যায়। এবার সেই সব তথ্য আপনি চাইলে সেসব তথ্য খুঁজে দেবে গুগল। মুছতেও পারেন সেসব তথ্য সাইবার মাধ্যম থেকে। গুগল এনেছে এক নতুন ফিচার রেজাল্টস আবাউট ইউ।

আপনি ডিজিটাল মাধ্যমে যা যা করেন তা আপনার অলক্ষ্যেই থেকে যায়। এবার সেই সব তথ্য আপনি চাইলে সেসব তথ্য খুঁজে দেবে গুগল। মুছতেও পারেন সেসব তথ্য সাইবার মাধ্যম থেকে। গুগল এনেছে এক নতুন ফিচার রেজাল্টস আবাউট ইউ। এই ফিচারে যে কেউ চাইলে ব্যক্তিগত তথ্য ও ঝুঁকির সম্ভাবনা আছে এমন কিছু ডিলিট করতে পারেন অনলাইন মাধ্যম থেকে।

কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট? গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে যান রেজাল্টস আবাউট ইউ পেজে। ক্লিক করুন গেট স্টার্টেডে কীভাবে নোটিফিকেশন পেতে চান জানান। গুগল সার্চ স্ক্যান করা শুরু হবে। কিছুটা সময় লাগবে। স্ক্যান হলে যান রেজাল্টস আবাউট ইউ পেজে। সেখানে তথ্য এডিট করুন। কোনও তথ্য সরাতে রেজাল্টস টু রিভিউ ক্লিক করুন। যে তথ্য মুছতে চান তার পাশের নীল বক্স চেক করুন। সাবমিট করুন আপনার রিকোয়েস্ট।