Mamata Banerjee News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তবুও...

Mamata Banerjee News: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তবুও…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 21, 2023 | 5:24 PM

মুখ্যমন্ত্রীর হুশিয়ারির সত্তেও বন্ধ হয়নি সরকারি জায়গা দখল। একের পর এক সরকারি জায়গা বেদখল হয়ে যাওয়ার অভিযোগ বানারহাট এলাকায়। কোথাও নদীর পাড় দখল করে তৈরি হচ্ছে দোকান তো কোথাও দখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা।

মুখ্যমন্ত্রীর হুশিয়ারির সত্তেও বন্ধ হয়নি সরকারি জায়গা দখল। একের পর এক সরকারি জায়গা বেদখল হয়ে যাওয়ার অভিযোগ বানারহাট এলাকায়। কোথাও নদীর পাড় দখল করে তৈরি হচ্ছে দোকান তো কোথাও দখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা। এবার সরকারি স্কুলের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ। বানারহাট ব্লকের দুরামারি এলাকায়। প্রশাসনের দারস্ত এলাকার বাসিন্দারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেও বেআইনিভাবে সরকারি জায়গা দখল বন্ধ করতে পারেনি প্রশাসন,দুরামারির ঘটনা থেকে তা পরিষ্কার !

এবারে দুরামারি চন্দ্রকান্ত হাই স্কুলের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠলো ব্যাবসায়ীর বিরুদ্ধে। সব দেখেও নীরব পুলিশ প্রশাসন এবং ভূমি সংস্কার দপ্তর। বানারহাটের শালবাড়ি -১ নং গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার ঘটনা। এদিন ঘটনা তদন্তে এলেন ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।  অভিযোগ দুরামারী এলাকায় এভাবেই একাধিক সরকারের জায়গা দখল করার অভিযোগ করেছে।

এদিকে এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যবসায়ীর বক্তব্য নিতে গেলে তিনি প্রথমে বক্তব্য দিতে অস্বীকার করেন এবং এলাকার তৃণমূল নেতার ফোন নাম্বার ধরিয়ে দেন। যদিও পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে পড়ে বক্তব্য দিতে বাধ্য হন তিনি। পরবর্তী তিনি গোটা অভিযোগ অস্বীকার করেন। আর এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ , তৃনমূলী সমাজ বিরোধীরা এই সমস্ত কর্মকাণ্ড করছে। স্কুলের জায়গা দখল করে। প্রতিবাদ করলে হুমকি দিচ্ছেন। আমরা এদের বিরুদ্ধে আন্দোলনে নামবে।