AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Governor: সরকারি কর্মীকে কাজে বাধা দান এটা ক্রিমিনাল অফেন্স: রাজ্যপাল

Governor: সরকারি কর্মীকে কাজে বাধা দান এটা ক্রিমিনাল অফেন্স: রাজ্যপাল

Soma Das

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jan 10, 2026 | 6:25 AM

Share

এ দিন, এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার আইপ্যাকে তদন্তে বাধার প্রসঙ্গ তোলেন। বলেন, "আমি এই বিষয়ে ঢুকতে চাই না। এটি সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার। সরকারি কর্মীকে কাজে বাধা দান এটা ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনও সংবিধানিক অথিরিটির কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার অধিকার নেই। কোনও ব্যক্তি যত উঁচু পদেই থাকুন, তিনি তাঁর দায়িত্ব পালনে দায়বদ্ধ।"

রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে খুনের হুমকি। আর সেই হুমকি দিয়ে রাজ্যপালের উদ্দেশে একটি মেইল পাঠানো হয়েছে বলে সূত্রের খবর, যাতে লেখা আছে ‘Will Blast Him’। মেইল আসার পরই বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা। ঘটনায় ইতিমধ্যেই আটক হয়েছেন একজন। এ দিন, এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার আইপ্যাকে তদন্তে বাধার প্রসঙ্গ তোলেন। বলেন, “আমি এই বিষয়ে ঢুকতে চাই না। এটি সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার। সরকারি কর্মীকে কাজে বাধা দান এটা ক্রিমিনাল অফেন্স। যদি কেউ কোনও সংবিধানিক অথিরিটির কাউকে বাধা দেন, তাহলে তার পদে থাকার অধিকার নেই। কোনও ব্যক্তি যত উঁচু পদেই থাকুন, তিনি তাঁর দায়িত্ব পালনে দায়বদ্ধ।”