My India My LiFE Goals: সমুদ্রকেই জীবন উৎসর্গ করেছেন ওড়িশার এই ব্যক্তি

কচ্ছপ এমন একটা প্রাণী যা সমুদ্রে থাকা খুবই জরুরি। যখন কচ্ছপরা ডিম পেড়ে সমুদ্রে ফিরে যায়, তখন সেই ডিম সংগ্রহ করে তাদের সংরক্ষণ করতাম

My India My LiFE Goals: সমুদ্রকেই জীবন উৎসর্গ করেছেন ওড়িশার এই ব্যক্তি
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 10:08 PM

১৯৯৬ সালে আমি যখন অষ্টম শ্রেণীতে পড়তাম, বিকাল ৪টের দিকে আমি সমুদ্র সৈকতে ঘুরতে আসতাম। ঘুরতে এসে দেখতাম, প্রতিবছর যাযাবররা কচ্ছপ মারছে। কচ্ছপদের সুরক্ষিত রাখার জন্য, কচ্ছপদের সম্পর্কে সবাইকে জানাতে লাগলাম। কচ্ছপ এমন একটা প্রাণী যা সমুদ্রে থাকা খুবই জরুরি। যখন কচ্ছপরা ডিম পেড়ে সমুদ্রে ফিরে যায়, তখন সেই ডিম সংগ্রহ করে তাদের সংরক্ষণ করতাম। তারপর ডিম থেকে বাচ্চা বেরোলে তাদের সমুদ্রে ছেড়ে দিতাম। আমার গোটা জীবনটাই সমুদ্রকে উৎসর্গ করেছি। এই কারণেই আমি বিয়ে করিনি। বন্যপ্রাণ সংরক্ষণে নিজেকে নিয়োজিত করেছি। আজাদির অমৃত মহোৎসবে সকলকে আমার একটাই অনুরোধ, সমুদ্র হোক বা গাছ, আমাদের উদ্দেশ্য হোক সকলে বাঁচানো। আর এই ভাবেই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে যেতে পারব- বিছি ভাই, ওড়িশা

Follow Us: