সবুজায়নের লক্ষ্যে ধূপগুড়ি পৌরসভার তরফে গ্রিন ধুপগুড়ি, ক্লিন ধুপগুড়ি স্লোগান কে সামনে রেখে শহর জুড়ে লাগানো হয়েছিল বহু ঘাট সুন্দর সৌন্দর্যায়নের লক্ষ্যে। আর সেই ধূপগুড়িতেই ধ্বংস হয়ে যাচ্ছে সবুজের , পরিচর্যার অভাবে ধূপগুড়ি পৌরসভার লাগানো হাজার হাজার গাছ প্রাণ হারাতে বসেছে।