Viral Video: বিয়ের সময় নতুন বউকে নিয়ে নামতে গিয়ে কেলেঙ্কারি, লজ্জা ঢাকতে যা করলেন নতুন বর
বিয়ের দিন বউকে নিয়ে পড়ে গেলেন নতুন বৌ। বাড়ি ভরা আত্মীয়দের সামনে লজ্জা ঢাকতে এ কী করলেন তিনি? ভাইরাল হল সেই ভিডিও।
সোশ্য়াল মিডিয়ায় একটি বিয়ের ভিডিয়ো ভাইরাল। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে,নতুন কনেকে কোলে তুলে বিয়ের মঞ্চ থেকে নামছেন বর। একটা সিড়ি নামতে না নামতেই বরের পা পিছলে যায়। ধপাস করে পড়ে যান বউকে নিয়েই। সবার সামনে ওভাবে পড়ে যেতে,বর যে লজ্জা পাননি তা একেবারেই নয়। তিনি লজ্জা ঢাকতে সঙ্গে সঙ্গে নতুন কনেকে চুমু খেতে শুরু করেন। কিন্তু ততক্ষণে কনের মুখের হাসি হারিয়েছে। কনে যাতে কোনওভাবেই কষ্ট না পান,সেদিকে নজর রেখেছেন বর। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজ়েনের। এক ইনস্টাগ্রাম অ্য়াকাউন্ট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভাইরাল ভিডিয়োটি 2 লাখের বেশি মানুষ লাইক করেছেন।
Latest Videos