AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral  Video:  বরের তৃতীয় বিয়ে ধরল বউ, তারপর?

Viral Video: বরের তৃতীয় বিয়ে ধরল বউ, তারপর?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Mar 28, 2023 | 7:56 PM

Share

একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,ওই মহিলা তাঁর সন্তানকে নিয়েই বিয়ের মঞ্চে পৌঁছে যান। যিনি বর,যাঁর বিয়ে,তাঁকেই হঠাৎ করে বর বলে বসতে ওই বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা অবাক হয়ে যায়।

একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গেল,ওই মহিলা তাঁর সন্তানকে নিয়েই বিয়ের মঞ্চে পৌঁছে যান। যিনি বর,যাঁর বিয়ে,তাঁকেই হঠাৎ করে বর বলে বসতে ওই বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা অবাক হয়ে যায়। মহিলা আসতেই বলেন,’৩ দিনের জন্য হায়দরাবাদ যাবে বলে এখানে বিয়ে করতে এসেছে’। তারপরই ওই ব্যক্তিকে অনুষ্ঠানস্থল থেকে কয়েকজন লোক ধরে বের করে নিয়ে যান। অন্য ঘরে নিয়ে যেতে দেখা যায় মহিলাকে। এমনকি, ওই মহিলা ঘচনাস্থলে হট্টগোল করতে থাকলে,সেখানে উপস্থিত অতিথিরা তাঁকে অন্য ঘরে নিয়ে যায়। মহিলার এই দাবি বিবাহবাসরে উপস্থিত অনেককেই অবাক করে দিয়েছিল। যাঁরা খাবার খাচ্ছিলেন,তাঁরাও অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ওই মহিলার দিকে। তবে মহিলা তাঁর দাবিতেই অনড় ছিলেন। ২০১৪ সালের ১০ অক্টোবর তিনি এই মানুষটার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। মহিলা আরও জানালেন যে,তাঁর স্বামী দ্বিতীয়বারও বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রীকে সবকিছু বলে দিয়েছিলেন তিনি। সঙ্গে তিনি এ-ও বললেন যে, দ্বিতীয় স্ত্রীকেও তাঁর তৃতীয় বিয়ের কথা জানিয়েছেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি। মহিলার স্বামীর পরিবারও ছিল সেখানে। হলুদ লুঙ্গি পরিহিত এক ব্যক্তিকে মারতে-মারতে নিয়ে যাচ্ছেন ক্ষিপ্ত জনতা। দেখে মনে হচ্ছে, প্রতারণার জন্য অতিথি এবং কনের পরিবার তাকে মারধর করেছে। টুইটারে @gharkekalesh নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ২৬ মার্চ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।