বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে ইস্কোর স্কুলগুলি, জানতে পেরেই রাস্তায় অভিভাবকরা
একদিকে ৩৫ হাজার কোটি টাকা দিয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। কর্মসংস্থান, এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখছে আসানসোলের মানুষ। তখনই শিক্ষাক্ষেত্রে ধাক্কা। ইস্কো কারখানার অধীনে যে ৬টি স্কুল রয়েছে, তার মধ্যে ৫টি স্কুলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার জন্য ইতিমধ্যেই দরপত্র ডেকেছে ইস্কো কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুলগুলিতে নতুন করে ছাত্রছাত্রীদের ভর্তি করা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয়েছে বার্নপুরজুড়ে। অভিভাবকদের এই বিক্ষোভের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তারা ইতিমধ্যেই ইসকো কর্তৃপক্ষকে দাবিপত্র তুলে দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার তাই ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বিক্ষোভে নামলেন অভিভাবকরা। সোমবার বার্নপুর গার্লস ও বার্নপুর বয়েজ স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।
একদিকে ৩৫ হাজার কোটি টাকা দিয়ে ইস্কো কারখানার আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। কর্মসংস্থান, এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখছে আসানসোলের মানুষ। তখনই শিক্ষাক্ষেত্রে ধাক্কা। ইস্কো কারখানার অধীনে যে ৬টি স্কুল রয়েছে, তার মধ্যে ৫টি স্কুলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার জন্য ইতিমধ্যেই দরপত্র ডেকেছে ইস্কো কারখানা কর্তৃপক্ষ। পাশাপাশি স্কুলগুলিতে নতুন করে ছাত্রছাত্রীদের ভর্তি করা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভ শুরু হয়েছে বার্নপুরজুড়ে। অভিভাবকদের এই বিক্ষোভের পাশে এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তারা ইতিমধ্যেই ইসকো কর্তৃপক্ষকে দাবিপত্র তুলে দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবার তাই ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বিক্ষোভে নামলেন অভিভাবকরা। সোমবার বার্নপুর গার্লস ও বার্নপুর বয়েজ স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান।
