Lego Tyre: সর্বাধিক চাকা বানিয়ে বিশ্বরেকর্ড

Lego Tyre: সর্বাধিক চাকা বানিয়ে বিশ্বরেকর্ড

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 24, 2023 | 3:37 PM

গাড়ির চাকা বা টায়ার তৈরিতে পৃথিবীতে সেরা কারা? কারা বানায় এই দুনিয়ার সবচেয়ে বেশি টায়ার? রিপোর্ট বলছে ২০১২এ জাপানের ব্রিজস্টোন তৈরি করে বছরে ২৫ মিলিয়ন টায়ার। ভারতের এমআরএফের বার্ষিক টায়ার বানানোর ক্ষমতা ৭৪.৫১ মিলিয়ন।

গাড়ির চাকা বা টায়ার তৈরিতে পৃথিবীতে সেরা কারা? কারা বানায় এই দুনিয়ার সবচেয়ে বেশি টায়ার? রিপোর্ট বলছে ২০১২এ জাপানের ব্রিজস্টোন তৈরি করে বছরে ২৫ মিলিয়ন টায়ার। ভারতের এমআরএফের বার্ষিক টায়ার বানানোর ক্ষমতা ৭৪.৫১ মিলিয়ন। ফ্রান্সের মিচেলিন তৈরি করে বছরে ১৬৬ মিলিয়ন টায়ার। ডেনমার্কের লেগো কোম্পানি প্রতিবছর তৈরি করে ৩৪১ মিলিয়ন টায়ার। এই উৎপাদন ক্ষমতা ২০১০ এ ছিনিয়ে এনেছে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড’। তবে লেগোর তৈরি চাকা গাড়িতে ব্যবহৃত হয় না।

ম্যাক লরেন এফ ওয়ান খেলনা গাড়িতে লাগে এই চাকা। খেলনা গাড়ির চাকা হলেও চাকা গুলি তৈরি হয় টায়ার স্ট্যান্ডার্ড নিয়ম মেনেই। সাধারণ গাড়ির চাকায় ৪৫% রাবার থাকে। ৯ কেজির চাকায় ৪ কেজি রাবার থাকে। অন্যদিকে লেগোর চাকায় ১০০%ই রাবার। প্রতিটি চাকার ওজন ২০ গ্রাম। লেগোর ২০০ টি চাকা ১ টি স্ট্যান্ডার্ড গাড়ির চাকা সমান। সেদিক থেকে দেখলে এই সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৯ মিলিয়ন।