Tejas Fighter Jet Crash: আকাশ থেকে ছিটকে পড়ল তেজস, মৃত্যু পাইলটের! নেপথ্যে কী কারণ?
Dubai Air Show 2025: নেপথ্য কোনও কারণ? ইঞ্জিনে কি কোনও গোলযোগ ছিল? ২০১৬ সাল থেকে ভারতীয় বায়ুসেনার সঙ্গী এই তেজাস যুদ্ধবিমান। কুড়িয়েছে বহু সম্মান। এমনকি, এই বিমানের দুর্ঘটনার তেমন রেকর্ড নেই। এখনও পর্যন্ত ১বারই বিপদে পড়েছিল এই বিমানটি। এবার পড়ল দেশের বাইরে।
দুবাই: নিমেষে আকাশ থেকে ছিটকে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। তখন দুপুর ৩টে বেজে ৪০ মিনিট। অবতরণের সময় ভেঙে পড়ল এই বিমানটি। মৃত্যু হল পাইলটের। দুবাইতে একটি এয়ার শো যোগ দিয়েছিল বায়ুসেনা। কিন্তু সেই অনুষ্ঠানের মাঝেই বিপত্তি। তরতাজা প্রাণ হারাল দেশের বায়ুসেনা।
নেপথ্য কোনও কারণ? ইঞ্জিনে কি কোনও গোলযোগ ছিল? ২০১৬ সাল থেকে ভারতীয় বায়ুসেনার সঙ্গী এই তেজাস যুদ্ধবিমান। কুড়িয়েছে বহু সম্মান। এমনকি, এই বিমানের দুর্ঘটনার তেমন রেকর্ড নেই। এখনও পর্যন্ত ১বারই বিপদে পড়েছিল এই বিমানটি। এবার পড়ল দেশের বাইরে। এদিন প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্য়ায় টিভি৯ বাংলাকে জানিয়েছেন, ‘যুদ্ধবিমানের সামনের চাকায় কোনও যান্ত্রিক গোলযোগ হলে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই ক্ষেত্রে যতক্ষণ না পূর্ণ তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আসছে, ততক্ষণ কিছু স্পষ্ট নয়।’
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
