Electric Hanger: রোদ ছাড়াই জামা শুকোয় হ্যাঙ্গার

বর্ষার ভিজে আবহাওয়ায় জামাকাপড় শুকনো সমস্যার ব্যাপার। মেঘলা আকাশে জলীয় বাষ্প বেশি থাকায় ঠিকঠাক শুকোয় না জামাকাপড়। পাখার হাওয়ায় জামা শুকলেও সোঁদা গন্ধ থেকেই যায়। এর থেকে মুক্তির উপায় এসে গেল। পাওয়া যাচ্ছে ইলেকট্রিক হ্যাঙ্গার।

Electric Hanger: রোদ ছাড়াই জামা শুকোয় হ্যাঙ্গার
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 5:37 PM

বর্ষার ভিজে আবহাওয়ায় জামাকাপড় শুকনো সমস্যার ব্যাপার। মেঘলা আকাশে জলীয় বাষ্প বেশি থাকায় ঠিকঠাক শুকোয় না জামাকাপড়। পাখার হাওয়ায় জামা শুকলেও সোঁদা গন্ধ থেকেই যায়। এর থেকে মুক্তির উপায় এসে গেল। পাওয়া যাচ্ছে ইলেকট্রিক হ্যাঙ্গার।

এই হ্যাঙ্গারে সহজেই শুকিয়ে যাবে ভিজে জামা কাপড়। সময়ও বেশি লাগবে না। দেখতে সাধারণ প্লাস্টিকের হ্যাঙ্গারের মতোই। এতে ভিজে জামা মেলে প্লাগ অন করতে হবে। তারপর গরম হাওয়া বেরোবে হ্যাঙ্গারের ভিতরের ফাঁক দিয়ে। তাতেই শুকিয়ে যাবে ভিজে জামা।

জামা কাপড় ছাড়াও ভিজে জুতো শুকিয়ে দেয় এই হ্যাঙ্গার। হ্যাঙ্গারের দুটি বাহু খোলা যায়। সেগুলিই ফিট করা যায় জুতো বা জামা কাপড়ে। ৫ কেজি ওজন বহন করতে পাড়ে এই হ্যাঙ্গার। দাম ৫০০ টাকার আশেপাশে। বিভিন্ন ই কমার্স সাইতে এই হ্যাঙ্গার গুলি পাওয়া যাচ্ছে। এতে শুকনোর ফলে জামাকাপড় বা জুতোয় দুর্গন্ধ বা সোঁদা গন্ধ থাকবে না।

Follow Us: