আপনি অবশ্যই বাথরুমে লাগানো হ্যান্ড ড্রায়ার দিয়ে আপনার হাত শুকিয়েছেন। কিন্তু এক ব্য়ক্তিকে দেখা গিয়েছে, যিনি কি না হ্যান্ড ড্রায়ারে চুল শুকোচ্ছেন। শুনেই হেসে উঠলেন তাই তো? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায় ।যেখানে এক ব্য়ক্তি চিরুনি দিয়ে চুল আঁচড়ে শুকাচ্ছেন, তাও আবার হ্যান্ড ড্রায়ারে। হ্যান্ড ড্রায়ার যে হেয়ার ড্রায়ারের কাজ করতে পারে, এই ভিডিয়ো না দেখলে বোঝাই যেত না। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় প্রচুর মানুষের নজর কেড়েছে। হেয়ার ড্রায়ার হিসাবে হ্যান্ড ড্রায়ার ব্যবহার করার তার কৌশল দেখে নেটিজেনরা মুগ্ধ। এই ভিডিয়োটি আইপিএস অফিসার আরিফ শেখ টুইটারে পোস্ট করেছেন ।এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি ভিউ ও প্রায় ৮০০ লাইক হয়েছে। কেউ বলেছেন, ‘আমি শুধু ভাবছি যে, ওনার মাথায় এমন বুদ্ধি এল কীভাবে?’