ভিডিয়োতে দেখা গেল, সামনে হরিণ আসতেই উঠে গেল বাঘটি।আর তারপর তার পাশ দিয়েই বেরিয়ে গেল।কিন্তু হরিণটিকে আক্রমণ করল না বাঘটি।IFS অফিসার রমেশ পাণ্ডে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন।সেখানে দেখা গিয়েছে, জঙ্গলের মাঝরাস্তায় আরাম করে বসে রোদ পোয়াচ্ছিল এক বাঘ।এমন সময় বাঘটির সামনে চলে আসে একটি হরিণ।তারপর বাঘটি উঠে পড়ে।হরিণের পাশ দিয়েই বেরিয়ে যায়, কিন্তু তাকে আক্রমণ করে না।এই কাণ্ড দেখার পরেই নেটিজ়েনরা একপ্রকার অবাক হয়ে গিয়েছেন।বুধবার ১ মার্চ ভিডিয়োটি টুইটারে পোস্ট করা হয়েছে।উত্তরাখণ্ডের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।এই প্রতিবেদন রচনা করার সময় ভিডিয়োর ভিউ ৭৬.৬K।সংখ্য়াটা যে মুহূর্তে কয়েক লাখের গণ্ডি টপকে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।বাঘের সাধুর মতো ব্যবহারে নেটিজ়েনরা মুগ্ধ।অনেকেই জানিয়েছেন যে, খিদে না পেলে ওরা কাউকে আক্রমণ করে না।আর একজন যোগ করলেন, ‘বাঘেরা খুব চতুরতার সঙ্গে আক্রমণ করে’।