AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV Remote Problem: ফোনই বলবে রিমোট সক্রিয়?

TV Remote Problem: ফোনই বলবে রিমোট সক্রিয়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 5:59 PM

Share

ডিজিটাল জমানা হলেও টিভি এখনও অতীত হয়নি। টেলিভিশনের রিমোট নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ বিরল। রিমোট কাজ না করলে প্রথমে ঠোকাঠুকি তারপর ব্যাটারি বদল তাও অনেক সময়ে চলে না টিভি। তখন কী করবেন? প্রথমেই দেখুন রিমোটের ব্যাটারি ঠিকভাবে লাগানো আছে কিনা।

ডিজিটাল জমানা হলেও টিভি এখনও অতীত হয়নি। টেলিভিশনের রিমোট নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ বিরল। রিমোট কাজ না করলে প্রথমে ঠোকাঠুকি তারপর ব্যাটারি বদল তাও অনেক সময়ে চলে না টিভি। তখন কী করবেন? প্রথমেই দেখুন রিমোটের ব্যাটারি ঠিকভাবে লাগানো আছে কিনা। ব্যাটারির + এবং – সাইন দেখে পজেটিভ ও নেগেটিভ দিক ঠিকঠাক করে লাগান। চেক করুন ব্যাটারির মেয়াদ। ব্যাটারি থেকে কোনও রকমের কেমিক্যাল ডিসচার্জ হয়েছে কিনা দেখুন। রিমোটের ভিতর ও সেন্সর কি অপরিষ্কার? ভাল করে দেখে নিন। ময়লা থাকলে তুলো আইসোপ্রোপাইল অ্যালকোহলে ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করুন। অনেক সময়ে টিভি টানা চললে রিমোট কাজ করে না। এক্ষেত্রে ৫ মিনিট টিভি বন্ধ রাখুন। রিমোট সেন্সর ও সিগনাল এমিটার নিয়মিত পরিষ্কার রাখুন। সব ঠিকঠাক থাকার পরও যদি রিমোট কাজ না করে তাহলে কাজে লাগান আপনার ফোন। ফোনের ক্যামেরা রিমোটের ওপরে এমিটারের দিকে তাক করুন। রিমোটের যে কোনও বটনে চাপ দিন। ফোনের স্ক্রিনে লাল আলো জ্বললে বুঝুন রিমোট ঠিক আছে। আর আলো না জ্বললে বদলাতে হবে রিমোট।